‘দাদা সাহেব ফালকে’ সম্মাননা পেলেন বলিউড অভিনেত্রী ওয়াহিদা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান ‘দাদা সাহেব ফালকে’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে দাদা সাহেব ফালকে লাইভটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’র প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: আমাকে বাথরুমও পরিষ্কার করতে হয়েছিল: সালমান খান

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এ পুরস্কার ঘোষণা করেন। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল অভিনেত্রী ওয়াহিদা রহমান। ‘গাইড’, ‘প্যায়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি গোলাম’, ‘খামোশি’-র মতো সিনেমা ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন ধারার সৃষ্টি করে।

শুধু বক্স অফিস নয়, তার অসাধারণ অভিনয় মন কেড়েছিল দর্শক থেকে চলচ্চিত্র সমালোচকদেরও। প্রায় ৫ দশক ধরে সিনেমার পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন ওয়াহিদা। ২০১৫ সালে কমল হাসান অভিনীত ‘বিশ্বরূপম-২’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।

১৯৫৬ সালে ‘সিআইডি’ সিনেমা থেকে অভিনয়ে জগতে পা রাখেন ওয়াহিদা। এ সিনেমার সাফল্যের পর ১৯৫৭ সালে ‘পয়সা’ সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেন।

আরও পড়ুন: যে কারণে ইসলামের পথে এলেন বলিউড তারকা রাখি

সত্যজিৎ রায়ের ‘অভিযান’ সিনেমাতেও অভিনয় করেন। বলিউডের গুঞ্জন পাড়াতেও এক সময় ওয়াহিদা ছিলেন হট ফেভারিট। পরিচালক ও অভিনেতা গুরু দত্তর সঙ্গে তার গভীর সম্পর্ক নিয়ে সেই সময় মুখর হতো বিভিন্ন চলচ্চিত্র ম্য়াগাজিন। তবে শুধু সিনেমা নয়, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।