হাতিরঝিলে বিশ্বমানের অপেরা হাউস নির্মিত হবে


প্রকাশিত: ০৭:২৫ এএম, ২৬ মার্চ ২০১৬

রাজধানীর মানুষের কাছে বিনোদনের জন্য পছন্দের স্থান হাতিরঝিল। এই ঝিলকে আরো আকর্ষণীয় ও মুখরিত করে তুলতে এখানে আন্তর্জাতিকমানের একটি অপরো হাউস নির্মাণের ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

দৃষ্টিনন্দন এ ঝিলের মাঝমাঝি একটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে ঢাকার চোখ নির্মাণেরও ঘোষণা দেন তিনি। গতকাল শুক্রবার সকালে হাতিরঝিল ও গুলশান-বনানী লেকের উন্নয়ন কাজ পরিদর্শনের সময় তিনি এই কথা বলেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, ‘ভাসমান এমপি থিয়েটারের নির্মাণ কাজ অতিদ্রুতই শেষ করা হবে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে। এমপি থিয়েটারের কাছেই ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক গাড়ি পার্কিং ভবন নির্মাণ করা হচ্ছে। এ ভবনে গাড়ি পাকিং-এর সুবিধা ছাড়াও একটি সম্মেলন কক্ষ, হাতিরঝিলের ইতিহাস সংক্রান্ত যাদুঘর, রেস্টুরেন্ট ও অন্যান্য সুবিধা থাকবে। হাতিরঝিলে ভাসমান রেস্টুরেন্টও করা হবে এবং ব্যাটারি চালিত ওয়াটার স্ক্রুটার চালু করা হবে।’

মন্ত্রী বলেন, হাতিরঝিল হবে রাজধানীর সৌন্দর্য তিলক। সেভাবেই পরিকল্পনা করা হয়ে।

পরে মন্ত্রী গুলশান-বনানী লেকের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি গুলশান লেকের মাটি অপসারণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। পানিতে যাতে ময়লা না ফেলতে হয় সে জন্য লেকের পাড়ে সিটি করপোরেশনকে ডাস্টবিন নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য ৪১০ কোটি টাকা ব্যয়ে গুলশান-বনানীর লেকের উন্নয়ন করা করা হচ্ছে।

এ সময় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, মেজর জেনারেল সাইদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।