বাংলালিংক বাংলাদেশ উৎসব ২৬ ডিসেম্বর


প্রকাশিত: ০৪:২০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

আগামী ২৬শে ডিসেম্বর রাজধানী ঢাকার শাহবাগের রমনা পার্ক জুড়ে অনুষ্ঠিত হবে ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’ শীর্ষক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের বৃহত্তম সাংস্কৃতিক উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু করার সময় থেকেই বাংলালিংক এ দেশের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়ন এবং এ-সংক্রান্ত কার্যক্রম উৎসাহিত করার প্রয়াস চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ দেশীয় সংস্কৃতিকে সমুন্নত রাখার লক্ষ্য নিয়ে ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও নাটক থেকে শুরু করে, কাজী নজরুলের গান ও কবিতা, লালন শাহ’র বাউলসংগীত, গম্ভীরা ও ভাওয়াইয়া গান, শাহ্ আবদুল করিম ও হাসন রাজার গানের জয়ধ্বনিতে সবাইকে উজ্জীবিত করে তোলা। সেই সঙ্গে থাকবে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা, বইমেলা, পুতুলনাচ ও নাগরদোলার আয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।