গুগলে বছর সেরা জেনিফার লরেন্স


প্রকাশিত: ০৫:৫১ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

চলতি বছর দর্শকরা গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করেছেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্সকে। বক্স অফিসে তার অভিনীত ছবি `এক্স মেন : ডেজ অব ফিউচার ফাস্ট`, `দ্য হ্যাঙ্গার গেমস : মেকিং জে পার্ট ওয়ান` বহুল আলোচিত হওয়ায় এবং ইন্টারনেটে তার নগ্ন ছবি ছড়িয়ে পড়ার কারণে এ বছর গুগলে তাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে।

এ বছর সার্চ হওয়া সেলিব্রিটিদের তালিকায় লরেন্সের পরই রয়েছেন কিম কারদাশিয়ান। তিন নাম্বারে রয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়ে গায়েত। তা ছাড়া প্রথম পাঁচজনের মধ্যে আরো রয়েছেন রেনে জোয়েলগারও। তবে ঘটনাচক্রে এ তালিকার প্রথম পাঁচজনই নারী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।