নতুন প্রেমে কঙ্কনা


প্রকাশিত: ০৭:২৭ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

একা থাকার স্বাধীনতা প্রায় সময়ই বিষাক্ত হয়ে ওঠে। তাই একটি সম্পর্কে জড়িয়ে পড়া একাকিত্বে আঘাত করা হতে পারে। তবে স্বাস্থ্যকর সম্পর্ক দারুণ বিষয় হতে পারে। এসব কথা বললেন ২৭ বছর বয়সী মডেল ও অভিনেত্রী কঙ্কনা রানাউত। বর্তমানে একটি সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি। আর তা নিয়েই এসব কথা বলেছেন তিনি।

কঙ্কনার সাম্প্রতিক প্রেমিকের বিষয়ে জানতে চাইল তিনি বলেন, একজন সঙ্গী পেয়ে ভালো লাগছে। এখন এই সম্পর্কে জড়িয়ে খুব ভালো সময় কাটছে। এ বিষয়ে এখনই সব বলতে চাই না। এটা আমার কাছে খুবই স্পেশাল।

এর আগে আমীর খানা এবং সালমান খানের সঙ্গে কঙ্কনার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলে। তবে এদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলেই জানান তিনি। বিশেষ করে সালমানের সঙ্গে আমার সম্পর্ক অনেক মজার। তিনি আমার সেন্স অব হিউমার ভালো বোঝেন। তিনি আমাকে `সাটকু` বলে ডাকেন।

অন্যদিকে, আমীর খানকে আমি আমীর স্যার বলে ডাকি। এমনকি যখন তিনি আমাকে তার কাছে ফোন দিতে না করেন, তখনও তার প্রতি আমার শ্রদ্ধা এতটুকু কমেনি। তিনি খুব স্পর্শকাতর মানুষ। আমার ধারণা, সব তারকারাই অনেক স্পর্শকাতর। - হিন্দুস্তান টাইমস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।