শিরিন শিলার ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসের জন্য প্রেমকি-প্রেমিকারা অপেক্ষায় থাকেন। এ দিনকে ঘিরে থাকে নানান জল্পনা-কল্পনা। এছাড়া বিশেষ দিন হওয়ায় অলিগলিতে দেখা যায় ফুলের সমাহার এবং প্রেমিক-প্রেমিকাদের খুনসুটি। আর সেই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গতকাল (২৫জানুয়ারি) ‘এমকে মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় নতুন মিউজিক ভিডিও ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’।

মিউজিক ভিডিওটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শিরিন শিলা ও এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি। সালাউদ্দিন সাগরের কথা ও এএন ফরহাদের সংগীতে গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি। নৃত্য পরিচালনা করেছেন হাবিব রহমান।

মিউজিক ভিডিও মুক্তি উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় গান প্রকাশ অনুষ্ঠান, এতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শিরিন শিলা, কণ্ঠশিল্পী সৈয়দ অমি, সংগীত পরিচালক এএন ফরহাদ, সম্পাদক এসএম তুষার, চিত্রগ্রাহক সিউল বাবু, গীতিকার সালাউদ্দিন সাগর ও নির্মাতা সেলিম রেজাসহ অনেকে।

মিউজিক ভিডিওটি নিয়ে তরুণ নির্মাতা সেলিম রেজা বলেন, অসম্ভব সুন্দর কথা মালা এবং সুরের একটি গান, সিনেমাটিকভাবে চিত্রায়ণ করেছি। আশা করি দর্শক-শ্রোতারা গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন।

চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, এর আগেও বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ মিউজিক ভিডিওতে কাজ করে ভিন্ন উপলব্ধি হয়েছে। তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় সুন্দর একটি রোমান্টিক গানে কাজ করতে পেরে আমি আনন্দিত। আর এই আনন্দের মাত্রা আরও বাড়বে যখন দর্শক এটি উপভোগ করবে।

কণ্ঠশিল্পী ও অভিনেতা সৈয়দ অমি বলেন, ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ গানটি আমার অতি পছন্দের একটি গান। গানটির টিউন আগে রেডি করা ছিল। একদিন যখন সেলিম ভাইকে শোনাই তিনি খুব পছন্দ করেন। তৎক্ষণাৎ বলেন, এই গানটি নিয়ে আমি কাজ করবো। আমার বিশ্বাস আমার অন্যান্য গানের মতোই দর্শক শ্রোতা এটি পছন্দ করবে। আর প্রথমবারের মতো আমার সঙ্গে জুটি বেঁধে মিউজিক ভিডিওতে কাজ করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এর আগে দুই চাকার সাইকেল গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে এক সপ্তাহ পর্যন্ত শীর্ষে ছিল। পরে ‘পরী পাইছিরে’ গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় ছিল। আশা করি ‘তোর দেখাতে মন ধরেছে’ গানটিও হিট হবে এবং সবার মন জয় করবে।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।