আত্মঘাতী হামলার ঘটনায় ভারতকে দায়ী করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০২ পিএম, ২৯ জুন ২০২৫
পাকিস্তানের কয়েকজন সেনা সদস্য। ফাইল ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর কনভয়ের ওপর আত্মঘাতী গাড়ি হামলার জন্য ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তান। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অভিযোগ কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা ২৮ জুন ওয়াজিরিস্তানে হামলার জন্য ভারতের ওপর দোষ চাপানো পাকিস্তান সেনাবাহিনীর একটি সরকারি বিবৃতি দেখেছি। আমরা এই বিবৃতিকে প্রত্যাখ্যান করছি।

শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সেনা কনভয়ের ওপর আঘাত হানে। এতে ১৬ জন সেনা নিহত হন।

পাকিস্তানে বিশেষত আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ২০২১ সালে তালেবান কাবুলে ক্ষমতায় আসার পর থেকে সহিংসতা নাটকীয়ভাবে বেড়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে হামলা চালাতে দেওয়া হচ্ছে। তালেবান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

এএফপি জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।