আবার একসঙ্গে কারিনা-শহীদ


প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

বিয়ের আগে কারিনা কাপুরকে লম্বা সময় ধরে পর্দায় দেখা যায়নি শহীদ কাপুরের সঙ্গে। সেটা হয়নি কারিনার বিয়ের পরও। তবে দীর্ঘদিন পর এবার আবার একসঙ্গে ক্যামেরাবন্দি হচ্ছেন তারা। অভিষেক চৌবির ছবি ‘উডতা পাঞ্জাব’-এর মধ্য দিয়ে সাবেক প্রেমিকের সঙ্গে ফের শুটিংয়ে অংশ নিচ্ছেন কারিনা- এমনটাই শোনা যাচ্ছে।

সাম্প্রতি মুম্বই মিরর-এর একটি খবরে প্রকাশ হয়েছে কারিনা ও শাহীদ জুটিবেঁধে ফের দর্শকের সামনে উপস্থিত হচ্ছেন। ২০০৭ সালে ‘জাব উই মেট’ ছবিতে শেষবারের মতো দেখা গেছে এ দুই তারকাকে। এরপর কারিনার বিয়ে ও প্রেম বিচ্ছেদ সবই যেন দু’জনকে দুই মেরুতে নিয়ে যায়। তবে মেরু দুটি হলে কি হবে, ঠিকানা তো একটাই। পর্দার টানে তাদের এক হতেই হবে। শোনা যাচ্ছে, সব মান-অভিমান ভেঙে এবার নিজেকে উজাড় করে মেলে ধরবেন কারিনা।

সাবেক প্রেমিকের সঙ্গে বাস্তব জীবনে নয়, আবার পর্দায় প্রেম করবেন তিনি। এ ব্যাপারে অনুভূতির কথা জানতে চাইলে কারিনা কোন মন্তব্য করতে রাজি হননি। এমনকি ছবিতে অভিনয় করার বিষয়টি নিয়ে কোন কথাই বলেননি তিনি। তবে দীর্ঘদিন পর সাবেক প্রেমিকের সঙ্গে কারিনা একই ছবিতে অভিনয় করবেন- এমন খবরে বলিউডে এখন নানা মুখরোচক আলোচনা শুরু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।