সৌদিতে নতুন নোট ও মুদ্রা চালু


প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

সৌদি আরবে নতুন নোট ও মুদ্রা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান নতুন নোট ও মুদ্রার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।   

রিয়াদ ভিত্তিক সৌদি আরবের আর্থিক কর্তৃপক্ষ (এসএএমএ) নতুন মুদ্রা ও নোট চালুর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। দেশটিতে চালু হওয়া নতুন নোটের সঙ্গে পুরনো নোটের তেমন কোনো পার্থক্য নেই।

তবে নোটে নতুন নিরাপত্তা ফিচার যুক্ত করা হয়েছে। এর ফলে সহজেই কেউ নোট জালিয়াতি করতে পারবে না। ষষ্ঠ ধাপে চালু হওয়া নতুন এই ব্যাংক নোট ও মুদ্রায় যথেষ্ঠ নিরাপত্তা ফিচার যুক্ত রয়েছে। নতুন ৫০০ রিয়াল নোট ও ৫০ এবং ২৫ রিয়াল মুদ্রা বাজারে ছাড়া হয়েছে।

ব্যাংক আল-জাজিরার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউদ্দিন বলেন, নতুন নোটে স্পন্দনশীল রং এবং উন্নত মানসম্পন্ন হওয়ায় ময়লা কম হবে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।