অল্পের জন্য বেঁচে গেলেন রাণী এলিজাবেথ


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

রাণী হওয়ার আরাম যেমন ঝামেলাও তেমন। বাকিংহাম রাজপ্রাসাদে সর্বক্ষণই চোখে চোখে রাখা হয় রাণী দ্বিতীয় এলিজাবেথকে। কিন্তু সেই নজরদারির জন্য আর একটু হলেই ঘটে যাচ্ছিল বড় অঘটন।

রাতের বেলা মাঝে মধ্যে একটু হেঁটে বেড়াতে ভালবাসেন রাণী। এটা অনেক দিনের অভ্যাস তার। একবার রাত তিনটার দিকে গায়ে কোট চাপিয়ে বেরিয়ে পড়েছিলেন রাণী। বাগানে একটু হাঁটাহাঁটি করছিলেন। রাণীর নজরদারির দায়িত্বে থাকা প্রাক্তন এক রক্ষীর বরাত দিয়ে একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘এক রাতে বাকিংহাম প্যালেসে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ওই রক্ষী।

সব দিকে খেয়াল রাখতে রাখতে হঠাৎ অন্ধকারে কী যেন একটা দেখলেন। সঙ্গে সঙ্গে তিনি চেঁচিয়ে উঠে বলেছিলেন, ‘কে ওখানে?’ ভেবেছিলেন রাজপ্রাসাদে কোনও অনুপ্রবেশকারীর উদয় হয়েছে। এই ভেবে কোমর বেঁধে তৈরি হয়ে বন্দুক নিয়ে এগিয়েও যাচ্ছিলেন তিনি। তারপর রাণীকে দেখে তো তার চক্ষু চড়কগাছ। আর একটু হলেই রাণীর ওপর গুলি চালিয়ে ফেলতেন তিনি।

শুধু রাণী দ্বিতীয় এলিজাবেথ নন, ২০১৩ সালে প্রিন্স অ্যান্ড্রুকেও অনুপ্রবেশকারী ভেবে বসেছিলেন কিছু রক্ষী। তিনিও সে বার বাগানে ঘুরছিলেন। তবে গুলি চালানোর চেষ্টা করেনি কেউ। অ্যান্ড্রুর কাছে পরে ওই রক্ষীরা ক্ষমা চেয়ে নেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।