করোনা শনাক্ত ৯ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ১০ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

অডিও শুনুন

সারাবিশ্বে করোনাভাইরাসে শনাক্ত হওয়া সংক্রমণের সংখ্যা নয় কোটি ছাড়িয়েছে। ওয়ার্ল্ডয়োমিটারের হিসাব অনুযায়ী, রোববার (১০ জানুয়ারি) এ সংখ্যা নয় কোটি ৭৭ হাজার ছাড়িয়ে যায়। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৯ লাখ ৩৪ হাজার আটশ ১৩ জন।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় কোটি ৪৪ লাখ ৬৩ হাজার তিনশ ৫৯ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন আরও দুই কোটি ৩৬ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।

ওয়েবসাইটটির তথ্য মতে, করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন ৯৯.৫ শতাংশ রোগী।

এদিকে গত বছরের মার্চ মাসে বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুক্রবার (৮ জানুয়ারি) পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন। এ পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫.৬৩ শতাংশ। এ সময়ে ৭ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়ে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।