ভারতে অক্সিজেন সঙ্কট মেটাতে টাস্কফোর্স গঠন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৮ মে ২০২১

চিকিৎসা খাতে অক্সিজেনের জোগান ও বিতরণ খতিয়ে দেখার জন্য ১২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভবতোষ বিশ্বাস। খবর আনন্দবাজার পত্রিকার।

সারা ভারতে যৌক্তিক ও ন্যায়সঙ্গত ভাবে মেডিকেল অক্সিজেনের জোগান, সরবরাহ এবং জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ খতিয়ে দেখবে এই টাস্কফোর্স। একই ভাবে করোনাভাইরাসের চিকিৎসার জন্য যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের জন্যও টাস্কফোর্স পরামর্শ দেবে।

শুক্রবার ভারতের শীর্ষ আদালত টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়। এছাড়াও বিভিন্ন প্রদেশে অক্সিজেন বরাদ্দের ভিত্তিও খতিয়ে দেখার কথা কেন্দ্রকে জানিয়েছিল আদালত।

টাস্কফোর্সের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল ও হার্ট ইনস্টিটিউটের চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক নরেশ ত্রিহান। এছাড়াও দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতাল, ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ, বেঙ্গালুরুর নারায়ণ হেল্থকেয়ার ও মুম্বাইয়ের ফর্টিস হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

এদিকে শুক্রবার একদিনে চার হাজার মৃত্যুর ভয়াবহ মাইলফলক ছুঁয়ে ফেলেছে ভারত। এদিন দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এমকে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।