নতুনভাবে সাজছে রবীন্দ্র নিকেতন


প্রকাশিত: ১০:০৯ এএম, ০৪ ডিসেম্বর ২০১৪

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ রবীন্দ্র নিকেতনকে কেন্দ্র করে কলকাতা শহরে নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করলো কলকাতা পৌরসভা।

নিমতলা ঘাটে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দাহ করা হয়েছিল ঠিক সেখানেই তার স্মৃতিসৌধ। সেই স্মৃতিসৌধকেই নতুন করে সাজিয়ে কলকাতা পর্যটন মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা করেছে পৌরসভা। কবির স্মৃতিসৌধ দেখতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন নিমতলা শ্মশানের পাশেই অবস্থিত রবীন্দ্র নিকেতনে।

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, নতুনভাবে পর্যটকদের সমস্ত সুবিধার কথা মাথায় রেখে সংস্কার করা হবে এ স্মৃতিসৌধ। ডিসেম্বর মাসের শেষের দিকে এটি খুলে দেওয়া হবে দর্শণার্থীদের জন্য। কলকাতা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলকাতার সব স্তরের নাগরিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।