ভারতে হোলি উৎসব

হেনস্তার শিকার জাপানি তরুণী এখন বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১১ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে হোলি উৎসব চলাকালীন হেনস্তার শিকার সেই জাপানি তরুণী এখন বাংলাদেশে অবস্থান করছেন। ওই ঘটনার পর তিনি ভারত ছেড়ে বাংলাদেশে চলে আসেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানায়, জাপানি ওই নারী এক টুইটার পোস্টে জানিয়েছেন, তিনি বাংলাদেশে পৌঁছেছেন। তিনি এখন মানসিক ও শারীরিকভাবে সুস্থ।

আরও পড়ুন>> দিল্লিতে হোলি উদযাপনকালে জাপানি তরুণীকে হেনস্তা, ভিডিও ভাইরাল

দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন, স্থানীয় গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযুক্তদের শনাক্ত করেছেন। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে দিল্লিতে অবস্থিত জাপানি দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, হেনস্তার ঘটনায় ওই নারী কোনো অভিযোগ দায়ের না করলেও ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ওই তিনজনের মধ্যে একজন নাবালকও রয়েছে। তারা সবাই মধ্য দিল্লির পাহাড়গঞ্জের বাসিন্দা।

আরও পড়ুন>> ভারতে গরুর মাংস বহনের সন্দেহে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

বুধবার (৮ মার্চ) পাহাড়গঞ্জে হোলি উৎসব চলার সময় একদল যুবক ওই জাপানি তরুণীকে শারীরিকভাবে হেনস্তা ও নির্যাতন করে। সে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার পরপরই ক্ষুব্ধ নেটিজেনরা জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক ওই নারীকে চেপে ধরে ‘হোলি হ্যায়’ স্লোগান দিতে দিতে তার গায়ে রং মেখে দিচ্ছে। হঠাৎই একটি ছেলে তার মাথায় ডিম ভেঙে দেন। তাছাড়া, ওই নারীর শরীরের আপত্তিজনক স্থানে স্পর্শও করেন কয়েকজন। এর পরপরই ওই তরুণী দু’হাত দিয়ে মুখ ঢেকে ‘বাই, বাই’ বলে পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুন>> আম্বানির হাত ধরে ফিরছে একসময়ের জনপ্রিয় ক্যাম্পা কোলা

তাকে আবারও ঠেলে ভিড়ের মধ্যে নিয়ে যাওয়া হয় ও এক যুবক তার পথ আগলে দাঁড়ান। সেসময় ওই যুবককে সজোরে চড় মেরে দৌড়ে পালিয়ে যান ওই তরুণী। দীর্ঘ ধস্তাধস্তির পর যখন মুক্তি মেলে, তখন তরুণীটিকে চেনার কোনো ‍উপায় নেই। পুরো শরীর ভেজা ও মুখ নানা রঙে ঢাকা।

এ ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করে জড়িত যুবকদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি যে পোস্টটি শেয়ার করেছেন, তার ক্যাপশনে লেখা, যারা ভারত ম্যাট্রিমনির হোলিসংক্রান্ত বিজ্ঞাপনের বিরোধিতা করেছিলেন, এটি তাদের জন্য। ভারতে একজন জাপানি পর্যটকের অবস্থা। অন্য কোনো দেশে যদি আপনার মা, বোন বা স্ত্রীর সঙ্গে এমন আচরণ করা হয়, তখন বিষয়টি বুঝতে পারবেন।

আরও পড়ুন>> কাল্পনিক দেশ ‘কৈলাসের’ প্রতিনিধি জাতিসংঘে, ভারতে বিতর্ক

এর আগেও হোলি উদযাপনকালে নারীদের সঙ্গে বাজে আচরণের বহু ছবি ও ভিডিও দেখা গেছে। সেই বিষয়টি তুলে ধরে সম্প্রতি একটি বিজ্ঞাপন তৈরি করেছে ভারত ম্যাট্রিমনি নামে একটি সংস্থা। গত ৮ মার্চ হোলি ও আন্তর্জাতিক নারী দিবসে প্রচারিত ওই বিজ্ঞাপনে বলা হয়, আজকাল হোলি উৎসব অনেক নারীর জন্যই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। ফলে তারা রঙের এ উৎসব উদযাপন বন্ধই করে দিয়েছেন।

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, এক নারীর মুখে বিভিন্ন ধরনের রং লেগে রয়েছে। তিনি সেগুলো ধুয়ে ফেলতেই মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। এরপর বিজ্ঞাপনে বলা হয়, কিছু রং সহজে যায় না। আজ এক-তৃতীয়াংশ নারী এ ট্রমার মুখোমুখি হয়ে হোলি খেলা বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুন>> নতুন দুটি খাল খনন করবে রাজ্য সরকার, বাংলাদেশের ক্ষতির আশঙ্কা

বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির ওপর আঘাত বলে অভিযোগ তুলেছেন। তবে অনেকেই বিজ্ঞাপনের বার্তাটি স্বাগত জানিয়েছেন।

টুইটারে বিজ্ঞাপনচিত্রটি শেয়ার করে ভারত ম্যাট্রিমনি লিখেছে, এই নারী দিবস ও হোলিতে আসুন, নারীদের জন্য আরও নিরাপদ জায়গা তৈরি করে উদযাপন করি। উন্মুক্ত স্থানগুলোতে নারীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, তা স্বীকার করা এবং এমন একটি সমাজ তৈরি করা গুরুত্বপূর্ণ, যা তাদের ভালো থাকাকে সত্যিকারে সম্মান করে।

সূত্র: এনডিটিভি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।