মিরসরাইয়ে যাত্রীবাহী বাস ডোবায় : আহত ৩


প্রকাশিত: ০৫:২৩ এএম, ২০ মার্চ ২০১৬

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে চালক-হেলপারসহ ৩ জন আহত হয়েছেন। রোববার ভোর ৪ টার দিকে জোরারগঞ্জ ঠাকুর দিঘির চলমান ফিলিংস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চালক দুলাল মিয়া (৪০), হেলপার মনির হোসেন (২০) ও বাসযাত্রী মাহফুজুর রহমান (৪৫)।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুমের অপারেটর শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী তোবা পরিবহণের একটি বাস ঠাকুর দিঘি এলাকায় ডোবায় পড়ে যায়। ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিল।

খবর পেয়ে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালায়। আহতদের স্থানীয় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

জীবন মুছা/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।