রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার বিষয়ে সংসদে বিতর্ক


প্রকাশিত: ০২:১২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার বিষয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। এই ধরনের মামলা প্রত্যাহারে সরকারের উদ্যোগ নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। পরে এর প্রতিবাদ করেন সংসদের প্রধান হুইপ আসম ফিরোজ।

বৃহস্পতিবার  জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে  ক্ষোভ প্রকাশ করেন পীর ফজলুর রহমান। তার বক্তব্যের পরপরই পাল্টা বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। তিনি এটিকে ‘সরকারে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা’ বলে মন্তব্য করেন। একইসঙ্গে এরশাদের শাসনামলে মইজুদ্দিন হত্যা মামলার আসামিকে অব্যাহতি দেয়ার প্রসঙ্গ তুলে পাল্টা ক্ষোভ জানান তিনি।

গত ২০ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোর একটি খবরের প্রসঙ্গ উল্লেখ করে সুনামগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় পার্টির এ এমপি বলেন, আবারও রাজনৈতিক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। ১৯৯০ পরবর্তী সময়ে হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার না হলেও ওই রিপোর্ট অনুযায়ী ২০৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয়। এসব মামলার বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের দুই আমলে করা। আবার ওইসব মামলার বাদী সরকার নিজেই।

তিনি বলেন, এভাবে রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলা প্রত্যাহার করা হলে যাদের পরিবারের সদস্য খুন হয়েছে তারা কি বিচার পাবে না? এই ৩৪টি হত্যা মামলায় কেউ না কেউ তো খুন হয়েছে। এ সময় ডেপুটি স্পিকার পীর ফজলুর রহমানকে বারবার থামিয়ে দেয়ার চেষ্টা করেন এবং তাকে বসতে বলেন। একপর্যায়ে পীর ফজলুর রহমান তার বক্তব্য শেষ করলে ডেপুটি স্পিকার বলেন, আপনি একটি খবরের কাগজের ওপর ভিত্তি করে কথাগুলো বলছেন। আপনার জানা উচিত, না জানা থাকলে জেনে নেন। সরকার চাইলে যেকোনো মামলা প্রত্যাহার করতে পারে, যদি সুনির্দিষ্ট গ্রাউন্ড থাকে।

পরে পীর ফজলুরের বক্তব্যের বিরোধিতা করে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, বিরোধী দলে থাকলে অনেক কথা বলা যায়। কোনটা সত্য কোনটা অসত্য এটা যাচাই করার সুযোগ থাকে না। তিনি এ সময় পাল্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হুসেইন মুহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন আমাদের গাজীপুরের মইজদ্দিন ভাই যে মার্ডার হলেন, তাকে যারা মারল সেই ভদ্রলোকের নাম আজম। এরশাদ তখন ওই জায়গায় গিয়ে তাকে ভাই বলে পরিচয় করে দিয়ে মইজুদ্দিন হত্যার মামলার আসামিকে মামলা থেকে অব্যাহতি দিলেন। আজ উনি ৩৪টি মামলার কথা বলেছেন, পত্রিকা দেখে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করে বিবৃতি দেয়ায় কোনোমতেই তার বক্তব্য গ্রহণযোগ্য নয়।’

এইচএস/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।