ইতিহাস পড়ালেন প্রণব মুখার্জি


প্রকাশিত: ০৫:২৫ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি শিক্ষার্থীদের রাজনীতির ইতিহাসের ওপর শিক্ষাদান করেছেন। শুক্রবার শিক্ষক দিবস উপলক্ষে  প্রেসিডেন্ট ভবন এলাকার মধ্যে অবস্থিত রাজেন্দ্র প্রসাদ সর্বোদয় বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি।

পড়ানোর শুরুতেই প্রণব মুখার্জি বলেন, তাকে প্রেসিডেন্ট হিসেবে না ডেকে বরং মুখার্জি স্যার বলেই যেন ডাকে শিক্ষার্থীরা ।

ক্লাশ নিতে গিয়ে ছাত্রদের তিনি বলেন, আমার মা ও শিক্ষকদের জন্যই আমি এত বড় হয়েছি। এসময় স্যোস্যাল মিডিয়া সম্পর্কে তার অজ্ঞতার কথা জানাতে কুন্ঠা করেন নি ভারতের এই প্রেসিডেন্ট।

এর পরেই তিনি রাজনৈতিক ইতিহাস নিয়ে পড়ানো শুরু করেন। তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্বও ব্যাখ্যা করেন। কিভাবে ভারতের সংবিধান রচিত হয়েছিল তাও তিনি ছাত্রদের সুন্দরভাবে বুঝিয়ে বলেন।

ছাত্র হিসেবে বিশেষ মেধাবী ছিলেন না উল্লেখ করে প্রণব মুখার্জি বলেন, আমার মা আমাকে সবসময় কঠিন কাজ করতে বলতেন। আমি গ্রামের ছেলে। আর ছোটবেলায় বেশ দুষ্টু ছিলাম। ৫ কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয়েছে। তাই স্কুলে যেতে আমার ভালো লাগতো না।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।