প্রাইভেটকারে গার্ডার: নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৬ আগস্ট ২০২২

উত্তরায় প্রাইভেটকারে গার্ডার পড়ার ঘটনায় নিহত পাঁচজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নব-দম্পতি হৃদয় ও রিয়া মনি বেঁচে যান।

মঙ্গলবার (১৬ আগস্ট) সাড়ে ১২ টার দিকে হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক নাশেদ জাবিন।

সোমবার (১৫ আগস্ট) বিকালে বিমানবন্দর সড়কে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের ফ্লাইওভারের বক্স গার্ডার চাপায় পিষ্ট গাড়িতে ভাগ্যক্রমে বেঁচে যান বর-কনে। তাদের বউভাতের অনুষ্ঠান ছিল এদিন।

দুর্ঘটনায় মারা গেছেন বরের বাবা, কনের মা, কনের খালা ও খালাতো ভাই-বোন। বরের বাবা রুবেলের লাশ মেহেরপুর ও রিয়া মনির মাসহ অন্য আত্মীয়ের লাশ জামালপুর নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

চিকিৎসক নাশেদ জাবিন বলেন, লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশগুলো পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

এসএম/জেএস/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।