অগ্নিকাণ্ড-ক্রেন দুর্ঘটনা
কারও অবহেলা থাকলে দ্রুত আইনের আওতায় আনুন: ফখরুল
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ড ও উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘ঢাকায় পৃথক দুটি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে দ্রুত এ দুটি ঘটনা তদন্তের দাবি জানাই। এতে কারও অবহেলা থাকলে তাদেরকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’
সোমবার (১৫ আগস্ট) দিনগত রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব কথা জানান।
শায়রুল কবির জানান, চকবাজারের কামালবাগে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। উত্তরায় প্যারাডাইস ভবনের সামনের রাস্তায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেটকারের ওপর পড়ে পাঁচজন নিহত হন। দুটি ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
কেএইচ/এএএইচ