৫ ঘণ্টা পর সরানো হলো ১২০ টনের গার্ডার-প্রাইভেটকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৫ আগস্ট ২০২২
দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর সরানো হয় পর দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ১২০ টন ওজনের গার্ডার

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারচাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহতের ঘটনার পাঁচ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ১২০ টন ওজনের গার্ডারটি সরানো হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বিকেলে দুর্ঘটনার পর রাত ৯টার দিকে প্রাইভেটকার ও গার্ডারটি সরানো হয়।

Capture-3

গার্ডারটি সরাতে ব্যবহার করা হয় বিআরটির বড় ক্রেন ও দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি ক্রেন দিয়ে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।

পাঁচ ঘণ্টা পর মূল সড়ক থেকে ক্রেন ও গার্ডার সরানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরার সড়টি বন্ধ রয়েছে। এতে বিকেল থেকেই উত্তরা-বিমানবন্দর-বনানী সড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Capture-3

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা একটি বউভাতের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানা গেছে।

টিটি/এসএএইচ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।