আমার বাবার মৃত্যুর দায় কে নেবে?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ এএম, ১৬ আগস্ট ২০২২

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন— রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন— হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কের আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। বাবা হারানোর কষ্ট চেপে রাখতে না পেরে এ দিন রাত ১টা ৩৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দেন নিহত রুবেলের ছেলে শহিদুল ইসলাম রোমান।

সেখানে তিনি লিখেছেন, আমার বাবা আর দুনিয়াতে নেই।
এখনো বিশ্বাস করতে পারছি না
দুপুর ২ টা পর্যন্ত বাবা আমার সঙ্গেই ছিলেন, সেই যে বিদায় নিলো এটাই ছিল শেষবিদায়
বাবা নিজের গাড়ি নিজেই ড্রাইভ করছিলেন।
মৃত্যু যে কত নির্মম, দুনিয়াটা মুহূর্তেই চেঞ্জ হয়ে গেলো,
আমার বাবার মৃত্যুর দায় কে নিবে?
আল্লাহ তুমি এ শোক সইবার শক্তি দিও
আল্লাহ আমার বাবাকে জান্নাত নসিব করিও

এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।