গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৮ জুলাই ২০২৫
আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ

সমাবেশে ঢাকার বিভিন্ন থানা ও জোনের এনসিপি নেতারা বক্তব্য রাখছেন। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা। একই সঙ্গে হামলাকরীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

ঢাকা মহনগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এনএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।