সত্যিকারের বিরোধী দল হতে চায় জাপা : রওশন এরশাদ


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৮ নভেম্বর ২০১৪

জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দল হতে চায়, এ কারণে যথা শিগগির মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। শুক্রবার বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও সফরত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এক বৈঠকে মিলিত হন। বৈঠকে নিশা দেশাইয়ের এ প্রশ্নের জবাবে রওশন এ কথা জানান।

রওশন এরশাদ বলেন, তার দল সত্যিকারের বিরোধী দল হতে চায়। এ কারণে যথা শিগগির মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরিকল্পনা রয়েছে।
 
বৈঠকে এ আলোচনার সত্যতা নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ।
 
গোলাম মসিহ আরও জানান, নিশা দেশাই জানান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিকে সত্যিকারের বিরোধী দল হিসেবে আশা করে। রওশন তাকে বলেন, জাতীয় পার্টি গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় রয়েছে।
 
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ দেশটির পাঁচ প্রতিনিধি এতে অংশ নেন। চছোড়া প্রায় এক ঘণ্টার এই বৈঠকে উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির এমপি এবিএম রহুল আমিন হাওলাদার, ফখরুল ইমাম, মো. সেলিমউদ্দিন, রওশন আরা মান্নান।
 
বৈঠকে উপস্থিত জাতীয় পার্টির নেতারা জানান, নিশা দেশাই বিরোধীদলীয় নেতার কাছে জানতে চান, বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি কেন অংশ নিয়েছিল? জবাবে রওশন এরশাদ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে জানান, নির্বাচন-পূর্ব সহিংসতা থেকে দেশকে বাঁচাতে নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় ছিল না।
 
বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে সরকারের সবরকম প্রচেষ্টা ছিল। তৎকালীন সর্বদলীয় সরকার বিএনপিকে আশ্বস্ত করেছিল সুষ্ঠু নির্বাচন হবে। সর্বদলীয় সরকারে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতেও রাজি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।