শেখ হাসিনা খুনীদের দ্বারা বেষ্টিত : খালেদা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০ এএম, ২৯ নভেম্বর ২০১৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনগণকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সামনের আন্দোলনে এবার আমি নিজে আপনাদের সামনে থাকব। পুলিশ কথায় কথায় গুলি করে। এবার দেখব কেমন করে তারা গুলি করে।

তিনি বলেন, শেখ হাসিনা খুনীদের দ্বারা বেষ্টিত। এরা দুর্নীতি-সন্ত্রাসের কারণে জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরা জনগণকে ভয় পায়। তারা জানে জনগণ তাদের পিষে মারবে। সে কারণে তারা গদি ছাড়তে ভয় পায়।

শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ২০দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বিকেল ৪টা ১০মিনিটে বক্তব্য শুরু করেন।

নেতা-কর্মীদের সূত্র জানায়, সমাবেশে পাঁচ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানো হয়েছে। এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে পুরো নগরী বর্ণিল সাজে সেজেছে। সহস্রাধিক তোরণ, নানা রঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডে ঢেকে গেছে কুমিল্লা শহর। এর আগে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০৯ সালের ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ কুমিল্লায় এসেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।