রিজওয়ানের বিব্রতকর রেকর্ড

করাচির কাছে হেরে সবার আগে বিদায় মুলতানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০১ মে ২০২৫

করাচির কিংসের কাছে ৮৭ রানে হেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর থেকে সবার আগে ছিটকে গেছে মুলতান সুলতানস। ৮ ম্যাচের ৭টিতেই হেরেছে দলটি।

বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রানের বিশাল স্কোর করে করাচি। জবাব দিতে নেমে ১৬.১ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয় মুলতান।

টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিতের ম্যাচে বিব্রতকর এক রেকর্ড করেন মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। মুলতানের ইতিহাসে সর্বোচ্চ ডাক মারার (৫ বার) রেকর্ড করেছেন তিনি। এর আগে দলটির হয়ে ৪ বার ডাক মেরেছিলেন রেইলি রুশো।

অন্যদিকে আজ টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়টি পেয়েছে করাচি। এর আগে ২০২৩ সালের আসরে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৮৬ রানে জিতেছিল দলটি।

করাচির দেওয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ বলে খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন রিজওয়ান। আব্বাস আফ্রিদির বলে উইকেটরক্ষক টিম সেইফার্টের হাতে ক্যাচ হন মুলতান অধিনায়ক (২ বলে ০)।

এই ম্যাচে মুলতানের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন কামরান গুলাম। এছাড়া ইয়াসির খান ১৭ বলে ২৬, ক্রিস জর্ডান ৯ বলে ১৫ ও কার্টিস ক্যাম্পার ৮ বলে ১২ রান করেন। বাকিরা ছিলেন এক অংকে বন্দি।

আর করাচিকে বিশাল পুঁজি এনে দেওয়ার পথে বড় অবদান জেমস ভিন্সের। ৪৫ বলে ৬৫ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে তাণ্ডব চালান খুশদিল শাহ। ১৩ বলে ৩৩ রান তুলে দলকে ২০০ পার করিয়ে দেন তিনি। এছাড়া অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৩০ ও সেইফার্ট ২২ রান করেন।

বল হাতে করাচির হয়ে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ নবি। ২টি করে উইকেট নেন খুশদিল শাহ ও মির হামজা। আর মুলতানের হয়ে ২ উইকেট নেন উবাইদ শাহ।

৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে করাচি।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।