বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে সব ম্যাচ মিরপুরে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৫ জুন ২০২৫

বাংলাদেশ দলের দম ফেলার ফুসরত নেই। বর্তমানে টাইগাররা আছে শ্রীলঙ্কায়। পূর্ণাঙ্গ সেই সিরিজ শেষ হবে ১৬ জুলাই। সেদিনই ঢাকায় আসবে পাকিস্তান দল। ২০ জুলাই থেকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের।

পাকিস্তানের বিপক্ষে সেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজ শুরু হবে ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে। পরের দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

পাকিস্তান সফরে গিয়ে গত মে-জুন মাসেই টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। শুরুতে ওই সিরিজে পাঁচ ম্যাচ হওয়ার কথা থাকলেও পরে ভারত-পাকিস্তান সংঘাতের জেরে দুটি ম্যাচ কমিয়ে আনা হয়।

সেই সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ (৩-০) হয় বাংলাদেশ। এফটিপির অন্তর্ভুক্ত না হলেও পাকিস্তানের সঙ্গে আলোচনা করে ফিরতি সিরিজ ঠিক করে বাংলাদেশ। সেই সিরিজটিরই সূচি ঘোষণা হলো।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।