ক্ষমতায় গেলে সাকিব ইস্যুতে বিএনপির অবস্থান কী হবে, জানালেন ফখরুল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২১ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি দেখতে শেরে বাংলায় উপস্থিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের এই শীর্ষ নেতাকে দেখেই ক্রিকেটপাড়ায় শুরু হয় নানান আলোচনা। কেন হঠাৎ শেরে বাংলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সদস্য, সেটি জানার কৌতূহল তৈরি হয় ভক্তদের মনেও।

রোববার ফখরুলকে গ্যালারিতে দেখে সংবাদের উপাদান খুঁজে পান সাংবাদিকরাও। কী বিষয়ে বিএনপি মহাসচিব প্রশ্ন করা হবে, সেই সিদ্ধান্ত নিতেও খুব বেশি দেরি হয়নি গণমাধ্যমকর্মীদের। দেরি হওয়ার সুযোগই বা কোথায়? প্রতিদিনই তো তাদের সামনে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে ক্রিকেটপাড়ায় বসে আলোচনার আসর।

তাই ফখরুলকে দেখে সাংবাদিকদের তাৎক্ষণিক ভাবনা, বিতর্কিত সাকিবের বিষয়ে বিএনপির অবস্থান জানার এই তো মোক্ষম সুযোগ।

আরও পড়ুন-

গেল অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। তাকে ফেরানোর উদ্যোগ নিয়েছিল বিসিবিও।

কিন্তু গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্যের ফেরার খবরে মিরপুরে স্টেডিয়ামের আশপাশে পাল্টাপাল্টি অবস্থান নেয় ভ্ক্ত ও বিরোধীরা। শেষ পর্যন্ত সাকিব আর দেশে ফিরতে পারেননি, মাঝপথ থেকে ফিরে যান যুক্তরাষ্ট্রে।

এরপর আর বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি সাকিবের। সম্প্রতি তাকে আবারও জাতীয় দলে ফেরানোর আলোচনা শুরু হলেও কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

কেউ কেউ দাবি করছেন, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলেই কেবল জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব। যদি এই সরকার না ফেরায়, তাহলে এই অলরাউন্ডারকে তাকিয়ে পরবর্তী নির্বাচিত সরকারের দিকে।

সেক্ষেত্রে বিএনপি যদি সরকারে আসে, তাহলে সাকিব ইস্যুতে কী সিদ্ধান্ত নেবে, ফখরুলের কাছে সেটিই জানতে চেয়েছেন টি স্পোর্টসের এক সাংবাদিক।।

প্রশ্নের উত্তরে সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল বলেন, ‘সেটা (জাতীয় দলে ফেরা) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না সেটার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’

উল্লেখ্য, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি শাসনামলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিসিবির যে বোর্ড ছিল, তার নির্বাহী সদস্য ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।