মাঠে বসে টাইগারদের জয় উপভোগ করলেন মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৫ এএম, ২১ জুলাই ২০২৫

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আর মাঠে বসে টাইগারদের দুর্দান্ত জয় উপভোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গিয়ে খেলা উপভোগ করেন তিনি।

ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‌‘আমি খুব খুশি হয়েছি বাংলাদেশ জিতেছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর। আজকের খেলা প্রমাণ করেছে যে, আমাদের তরুণরা যখন সুযোগ পায়, তখন তারা বিশ্বমানের পারফর্ম করতে পারে।’

বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান মাত্র ১১০ রানে অলআউট হয়। জবাবে, টাইগার ব্যাটসম্যানরা দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামেন এবং ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন। মাঠে উপস্থিত হাজারো দর্শকের সঙ্গে মির্জা ফখরুলও ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন।

কেএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।