হারের বৃত্তেই বন্দি ওয়েস্ট ইন্ডিজ, দুর্দান্ত জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০১ আগস্ট ২০২৫

অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার পাকিস্তানের কাছেও হেরে সিরিজ শুরু করলো ক্যারিবীয়রা।

যুক্তরাষ্ট্রের লডারহিলে আজ শুক্রবার সকালে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৮ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

দুর্দান্ত জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সালমান আলি আগার দল। বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর নিজেদের চেনা রূপে ফেরত যাচ্ছে পাকিস্তানিরা।

পাকিস্তানের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় বিনা উইকেটেই ৭২ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ইনিংসের ১২তম ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাকফুটে ফেলে দেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ।

দুই সেট ব্যাটার জুয়েল অ্যান্ড্রু (৩৩ বলে ৩) ও জনসন চার্লস (৩৬ বলে ৩৫) এবং নতুন ব্যাটার গুদাকেশ মতিকে (১ বলে ০) ফেরান নওয়াজ। পরের ওভারে শাই হোপকে সাজঘরের পথ দেখান সাইম আইয়ুব।

১৫ ও ১৬তম ওভারে আরও দুটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১১০ রানেই ৭ উইকেট হারায় ক্যারিবীয়রা। তখন মনে হয়েছিল ম্যাচটি সহজেই জিতবে পাকিস্তান।

কিন্তু শেষ দিকে পাকিস্তানের বুকে ভয়ের সঞ্চার করেছিলেন জেসন হোল্ডার। কয়েকটি ছক্কা হাঁকিয়ে জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের পরিসংখ্যান দাঁড় করান ৩৪ রানে।

ইনিংসের শেষ ওভার করতে এসে প্রথমেই দুটি ওয়াইড দেন পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ। এরপর তার প্রথম বৈধ বলে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে চিন্তায় ফেলে দেন হোল্ডার।

দ্বিতীয় বল ডট ও তৃতীয় বলে ১ রান নিয়ে পাকিস্তানকে জয়ের সুবাদ পাইয়ে দেন ফাহিম আশরাফ। শেষমেশ ১৪ রানের জয় নিয়ে ফেরে পাকিস্তান। হোল্ডার অপরাজিত থাকেন ১২ বলে ৩০ রানে। তার সঙ্গে উইকেটে থাকা শামার জোসেফ ছিলেন ১২ বলে ২১ রানে।

এর আগে পাকিস্তানের হয়ে ৩৮ বলে ৫৭ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাইম আইয়ুব। ফখর জামান ২৪ বলে ২৮, হাসান নওয়াজ ১৮ বলে ২৪, ফাহিম আশরাফ ৯ বলে ১৫ ও সাহিবজাদা ফারহান ১২ বলে ১৪ রান করেন।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।