পাকিস্তানের সমর্থককে ‘হেনস্তা’, স্টেডিয়াম কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০২ এএম, ০১ আগস্ট ২০২৫

পাকিস্তানের জার্সি পরায় দর্শককে ঢুকতে দেওয়া হয়নি স্টেডিয়ামে, ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে উঠেছিল এমন অভিযোগ। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে গণমাধ্যমেও বেশ আলোচনা হয়।

অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ম্যাচের আয়োজক ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সেজন্য নীতিমালা পর্যালোচনা করবে বলেও জানিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

কী ঘটেছিল সেখানে, তা জেনে নেওয়া যাক-

ফারুক নজর নামের এক ভক্ত সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় একজন নিরাপত্তাকর্মী তাকে পরিধেয় পাকিস্তানের সবুজ জার্সি ঢেকে ফেলতে বলেন। ওই নিরাপত্তাকর্মী জানান, কন্ট্রোল থেকে এমন নির্দেশনা পেয়েছেন তিনি। তবে নজর জার্সি ঢাকতে রাজি না হওয়ায় পুলিশ কর্মকর্তারা এসে তাকে মাঠ থেকে বের করে দেন।

এ ঘটনায় ল্যাঙ্কাশায়ার ক্লাব জানায়, স্টেডিয়ামের কর্মীদের প্রতি ‘অগ্রহণযোগ্য আচরণের’ কারণে নজরকে মাঠ ত্যাগ করতে বলেন পুলিশ ও স্টুয়ার্ডরা। তবে ঘটনার পর ক্লাব অভ্যন্তরীণ পর্যালোচনা করে জানায়, ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান বা কষ্ট দেওয়া উদ্দেশ্য ছিল না।

আরও পড়ুন-

বিবৃতিতে ল্যাঙ্কাশায়ার বলেছে, ‘আমরা পরিষ্কার করে জানাতে চাই, শুধুমাত্র পাকিস্তান ক্রিকেট দলের জার্সি পরার কারণে কাউকে মাঠ থেকে বের করে দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। শনিবারের ঘটনা বিবেচনায় রোববার আমাদের স্টাফরা সতর্ক ছিলেন। স্ট্যান্ড সুপারভাইজার দর্শকের নিজের নিরাপত্তার কথা ভেবে জার্সিটি ঢাকতে অনুরোধ করেন। একাধিকবার সৌজন্যমূলক অনুরোধ সত্ত্বেও তিনি তাতে রাজি হননি।’

গেল মে মাসে সামরিক উত্তেজনার কারণে ভারত-পাকিস্তানের সম্পর্কের অনেক অবনতি হয়েছে। এর প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডেও। যে কারণে দর্শক-সমর্থকদের মধ্যেও বিরাজ করছে চরম উত্তেজনা।

২০১২-১৩ সাল থেকে ভারত-পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। আর ২০০৭-০৮ সালের পর কোনো টেস্ট ম্যাচ খেলেনি দু’দল। সম্প্রতি আইসিসি ও মহাদেশীয় টুর্নামেন্টেও তাদের খেলাগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হচ্ছে।

এমনকি বার্মিংহামে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে গ্রুপ পর্ব ও সেমিফাইনাল ম্যাচ বয়কট করেছিল ভারত চ্যাম্পিয়ন্স। এতে স্পষ্ট হয় যে, উপমহাদেশীয় রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন এখন আন্তর্জাতিক ক্রিকেটেও পড়ছে।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।