১৪ বলে জয় তুলে নিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০১ আগস্ট ২০২৫

বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে অনেক কষ্টে ইনিংস পরাজয় এড়ালো জিম্বাবুয়ে। কিন্তু নিউজিল্যান্ডের সামনে তারা লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে মাত্র ৭ রানের। আর এই ছোট লক্ষ্য পাড়ি দিতে গিয়ে একটি উইকেট হারালেও ১৪ বলেই জয় তুলে নিয়েছে কিউইরা।

তিনদিনের মধ্যে তুলে নেওয়া ৯ উইকেটের জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল স্যান্টনারের দল।

ইনিংস পরাজয়ের শঙ্কা ছিল জিম্বাবুয়ের। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। তখনও নিউজিল্যান্ডের থেকে ১১১ রান পেছনে জিম্বাবুয়ে।

শন উইলিয়ামস (৪৯) লড়াই করলেও ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস পরাজয় দেখছিল জিম্বাবুয়ে। সেখান থেকে লোয়ারঅর্ডারের তাফাজওয়া টিসিগা আর ব্লেসিং মুজারাবানির দৃঢ়তায় ১৬৫ পর্যন্ত যেতে পেরেছে স্বাগতিক দল। টিসিগা ২৭ আর মুজারাবানি করেন ১৯ রান।

নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ রানের। দলীয় ৪ রানের মাথায় নিয়ামহারির বলে বোল্ড হয়ে ফেরেন ডেভন কনওয়ে (৪)। বাঁহাতি এই পেসারকেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেন হেনরি নিকোলস।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।