ইংল্যান্ডের লক্ষ্য ৩৭৪, জয় পেতে মরিয়া ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ এএম, ০৩ আগস্ট ২০২৫

ওভাল টেস্টে হার কিংবা ড্র- সিরিজ পরাজয় ঘটবে ভারতের। এ কারণে, ভারতীয়রা মরিয়া হয়ে চেষ্টা করছে ওভাল টেস্ট জয় করার জন্য। সে লক্ষ্যে বেশ ভালো অবস্থানেই রয়েছে শুভমান গিলের দল।

কারণ, দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য স্বাগতিক ইংল্যান্ডের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ভারতীয় ব্যাটাররা। জিততে হলে করতে হবে ৩৭৪ রানের চ্যালেঞ্জিং এক লক্ষ্য। যে রান তাড়া করতে গিয়ে তৃতীয় দিন শেষ বিকেলেই ওপেনার জ্যাক ক্রাউলির উইকেট হারাতে হলো ইংল্যান্ডকে।

দিন শেষে ৩৪ রানে অপরাজিত আছেন বেন ডাকেট। ইংল্যান্ডের রান ১৩.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০। এখনো ৩২৪ রান পিছিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জসস্বি জয়সওয়ালের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৩৯৬ রানে অলআউট হয় ভারত। প্রথম ইনিংসে মাত্র ২৩ রানের লিড নিতে পেরেছিল ইংলিশরা। যার ফলে তাদের সামনে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান।

ভারতীয় ওপেনার জয়সওয়াল আউট হন ১১৮ রান করে। ৬৬ রান করে আউট হন আকাশ দিপ। শেষ দিকে রবিন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর মিলে ভারতকে ইংল্যান্ডের অনেকটাই ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান।

৭৭ বলে ৫৩ রান করে আউট জন রবিন্দ্র জাদেজা, ৩৪ রান করেন ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করে ৪৬ বলে করেন ৫৩ রান। ইংলিশ বোলার জস টাঙ নেন ৫ উইকেট। গাস অ্যাটকিনসন নেন ৩টি এবং জেমি ওভার্টন নেন ২ উইকেট।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ঘরে তোলার সুযোগ তৈরি হয়েছিল ইংলিশদের। তবে চতুর্থ টেস্টে জয়ের সমান এক ড্র সিরিজে ফেরায় ভারতকে।

ওভালে ইতিহাস অনুপ্রেরণা হতে পারে শুভমান গিলদের জন্য। কারণ, ওভালের ইতিহাসে কোনো দল একবারই ২৫০ পেরিয়ে টেস্ট জিতেছে। সেটিও ১৯০২ সালে ২৬৩ রানের লক্ষ্য তাড়া করেছিল ইংল্যান্ড। এবার তাদের সামনে লক্ষ্যটা ৩৭৪ রানের। ফলে সিরিজ জিততে ১২৩ বছর বয়সী রেকর্ডটা মুছে দিতে হবে ইংলিশ ব্যাটারদের।

আইএইচএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।