হোল্ডারের রেকর্ড

রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরলো উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ এএম, ০৩ আগস্ট ২০২৫

জয়ের জন্য শেষ ওভারে দরকার ৮ রান, হাতে ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের মতো দলের কাছে এই লক্ষ্য মোটেও কঠিন নয়। তবে প্রতিপক্ষ দল আনপ্রেডিক্টেবল নামে খ্যাত পাকিস্তান ও সেই দলে শাহিন শাহ আফ্রিদির মতো একজন অভিজ্ঞ ও ডেথ ওভার স্পেশালিস্ট থাকলে এই ম্যাচও কঠিন হয়ে যেতে পারে, সেটি বুঝলো উইন্ডিজও। যদিও জয় হাতছাড়া হয়নি ক্যারিবীয়দের।

ওভারের প্রথম ৫ বলে মাত্র ৪ রান দেন শাহিন, তুলে নেন রোমারিও শেফার্ডের উইকেটও। ফলে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৩ রানের। অর্থাৎ জিততে হলে লাগবে বাউন্ডারি। শেষ বলে পাকিস্তানকে হতবাক করে দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে চার হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করে ফেলেন জেসন হোল্ডার।

আরও পড়ুন-

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে টানা ৬ হারের পর প্রথম জয় পেল ক্যারিবীয়রা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের ১৪ রানে হারিয়েছিল পাকিস্তান।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান করে পাকিস্তান। হাসান নওয়াজ ২৩ বলে ৪০, অধিনায়ক সালমান আলি আগা ৩৩ বলে ৩৮, ফখর জামান ১৯ বলে ২০ রান করেন।

লক্ষ্য তাড়ায় উইন্ডিজের হয়ে ২০ বলে ২৮ রান করেন গুদাকেশ মতি, অধিনায়ক শাই হোপ ৩০ বলে ২১, রস্টন চেজ ও হোল্ডার ১৬ রান করে নেন।

ক্যারিবীয়দের হারের বৃত্ত ভাঙার দিনে রেকর্ড করেছেন হোল্ডার। মাত্র ১৯ রানে ৪ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি।

৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৮১ উইকেট শিকার করেছেন হোল্ডার। ৭৮ উইকেট নিয়ে এতদিন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ডটি নিজের কাছে রেখেছিলেন ডোয়াইন ব্রাভো।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।