২০২ রানে অলআউট শ্রীলঙ্কা, জিততে পারবে তো বাংলাদেশের মেয়েরা!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২০ অক্টোবর ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ক্রিকেট দল ৪৮.৪ ওভারে অলআউট হয়ে যায়। তবে, তার আগে গড়ে তোলে ২০২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই বিষমি গুনারত্নে আউটে হয়ে যান। তবে এই অবস্থায় ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। আরেক ওপেনার চামারি আতাপাত্তু ও টপ অর্ডার হাসিনি পেরেরা ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। ৭২ রানের জুটি গড়ে তোলেন তারা। আতাপাত্তু ৪৩ বলে খেলেন ৪৬ রানের ইনিংস।

দ্বিতীয় উইকেট পড়ার পর আবার টানা দু’জন ব্যাটার আউট হন। হর্ষিতা সামারাবিক্রমা এবং কাভিশা দিলহারি আউট হন ১০০ রানের মধ্যে। ৪ উইকেটে ১০০ থেকে আবার লঙ্কানদের টেনে নেনে হাসিনি পেরেরা ও নিলাক্ষিকা সিলবা। দু’জন গড়েন ৭৪ রানের জুটি। নিলাক্ষিকা সিলভা ৩৮ বলে করেন ৩৭ রান। ৯৯ বলে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন হাসিনি পেরেরা।

এরপরের ব্যাটাররা আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের বোলারদের সামনে। যার ফলে ৪৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয়ে যায় লঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ২টি উইকেট নেন রাবেয়া খান। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, নিশিথা আক্তার নিশি ও নাহিদা আক্তার।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।