তবে কি চার স্পিনার নিয়েই মাঠে নামবে টাইগাররা!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২০ অক্টোবর ২০২৫

ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই টক অব দ্য সিরিজ ছিল, ‘কালো রংয়ের পিচ।’ প্রথম ওয়ানডে ম্যাচের পুরো সময় ওই পিচের কালো রং আর ‘টার্ন’ নিয়েই কত না কথা।

সবার মুখে মুখে ছিল শেরে বাংলা স্টেডিয়ামের কালচে রংয়ের পিচ-এর কথা। দ্বিতীয় ম্যাচের আগে রোববার রাত থেকেই বদলে গেছে সেই ইস্যু। উইকেটের রঙ, চরিত্র, ব্যবহার, গতি-প্রকৃতি নিয়ে কথা শেষ হয়নি। তবে নতুন করে যোগ হয়েছে বাড়তি স্পিনার প্রসঙ্গ। বলার অপেক্ষা রাখেনা, গতকাল রোববার দলে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের অন্তর্ভুক্তি দেখেই জেগেছে আরেক প্রশ্ন; তবে কি পরের ২ ওয়ানডেতে বাংলাদেশ আরও একজন বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামবে?

অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম আর লেগি রিশাদ হোসেনের সাথে চতুর্থ স্পিনার খেলানোর চিন্তায় আছে টাইগার টিম ম্যানেজমেন্ট!

আজ সোমবার দুপুরের পর থেকে শেরে বাংলার আনাচে-কানাচেও এমন গুঞ্জন। শোনা যাচ্ছে, সোমবার হোম অব ক্রিকেটে প্র্যাকটিস সেশনেও মনে হচ্ছে, একগাদা স্পিনার নিয়ে কাল ২১ অক্টোবর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মেহেদি হসান মিরাজের দল। বোঝা যাচ্ছে বাংলাদেশ কাল মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে ৪ স্পিনার নিয়ে মাঠে নামবে।

প্রথম ম্যাচ খেলা একাদশে নাসুম আহমেদের অন্তর্ভুক্তির অর্থ , প্রথম ম্যাচের একাদশ থেকে একজনের বাদ পড়া। সে ক্ষেত্রে পেসার তাসকিন আহমেদের বাইরে চলে যাওয়া এবং মোস্তাফিজুর রহমানকে একমাত্র পেসার হিসেবে দলে রেখে তানভির ইসলামের সাথে দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে খেলানো হতে পারে।

তাহলে কি দাঁড়াবে? একাদশটা মিলিয়ে নিন-

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান , মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।