বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৫

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামীকাল (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে দ্বাদশ আসরের নিলাম। সেই নিলামকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত তালিকা।

সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে। বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ক্রিকেটাররা। এই দুজন ছাড়াও বাদ পড়াদের তালিকায় আছে আলাউদ্দিন বাবু, নিহাদ উজ জামান, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম এবং মিজানুর রহমানের নাম। 

বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র জাগো নিউজকে জানিয়েছে, এই তালিকায় আছেন আরও দুজন। যারা কিনা এখন আর স্থায়ীভাবে দেশে বসবাস করেন না।

নিলামের একদিন আগে প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেল বাদ পড়লেন বিজয় ও মোসাদ্দেকের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারও।

দুজনই ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে। ভিত্তিমূল্য ২২ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আগে না থাকা আলিস আল ইসলামকে অন্তর্ভূক্ত করা হয়েছে। 

দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৯ জনের জায়গা হয়েছে নিলামে।

আইএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।