‘বিশেষ সম্মাননায়’ অবশেষে দল পেলেন মাহমুদউল্লাহ-মুশফিক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ৩০ নভেম্বর ২০২৫

বিপিএলের নিলামে তারা অবিক্রীত ছিলেন। জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে কেনার আগ্রহ দেখায়নি কোনো দল।

ফলে তারা থেকে যান ‘আনসোল্ড’। নিয়ম অনুযায়ী, অবিক্রীত থাকা খেলোয়াড়দের মধ্য থেকে পরে চাইলে কোনো দল কাউকে নিতে পারবে। তবে সেক্ষেত্রে ভিত্তিমূল্য কমে যাবে।

ক্যাটাগরি ‘বি’তে ছিলেন মাহমুদউল্লাহ আর মুশফিক। যেখানে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা। সেক্ষেত্রে পরে বিক্রি হলেও টাকার অংক কমে যাওয়ার কথা ছিল।

কিন্তু মাহমুদউল্লাহ এবং মুশফিককে সম্মান জানিয়ে সেটা করা হয়নি। তাদের ভিত্তিমূল্যেই কিনেছে দুই দল।

৩৫ লাখ টাকায় মাহমুদউল্লাহকে রংপুর রাইডার্স আর মুশফিককে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

এআরবি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।