অস্ট্রেলিয়ার এমন দুর্বল ব্যাটিং লাইনআপ বহুদিন দেখিনি : ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০৬ অক্টোবর ২০১৮

অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন নিজেদের ইতিহাসের সবচেয়ে তলানিতে। দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে ছারখার করে দেয়া দলটিই এখন মাঠে রীতিমত সংগ্রাম করছে। সর্বশেষ ১৫ টেস্টের মধ্যে ১২টিই হেরেছে অজিরা। বাকি তিন ম্যাচের মধ্যে দুটি জয়ের সঙ্গে একটি আবার ড্র।

এমন নাজুক ফর্ম নিয়ে সংযুক্ত আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। রোববার থেকে শুরু প্রথম টেস্ট। যে সিরিজটি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় অজি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার এত দুর্বল ব্যাটিং লাইনআপ অনেক দিন দেখেননি।

বল টেম্পারিং কান্ডে নিষিদ্ধ আছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ আর সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই দুজনের অভাবটাই বড় হয়ে দেখা দিচ্ছে তাদের ক্রিকেটে। ওয়ার্নও মনে করছেন তেমনটাই, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট এই মুহূর্তে সংগ্রাম করছে। আমার মনে হয়, আমাদের দারুণ একটি বোলিং ইউনিট আছে। এই জায়গায় আমাদের রিজার্ভ-ব্যাকআপ ভালো। তবে আমাদের ব্যাটিং! আমি অনেক অনেকটা দিন এত দুর্বল ব্যাটিং লাইনআপ দেখিনি।’

স্মিথ-ওয়ার্নারের অভাবটা অস্ট্রেলিয়া বেশ বোধ করছে উল্লেখ করে ওয়ার্ন বলেন, ‘বলতে গেলে, সম্ভবত বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের দুইজনকে হারিয়েছি আমরা। ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ ১২ মাসের জন্য নিষিদ্ধ। এটা আমাদের ব্যাটিংকে আরও দুর্বল করে দিয়েছে। অস্ট্রেলিয়া স্মিথ আর ওয়ার্নারের উপর অনেকটাই নির্ভরশীল। তাদের অনুপস্থিতিতে সম্ভবত খাজা আর শন মার্শকে ব্যাটিংয়ের দায়িত্বটা নিতে হবে।’

ওয়ার্ন অবশ্য এটাকে তরুণদের জন্য বড় সুযোগ হিসেবেও দেখছেন। এই সুযোগটা তরুণরা কাজে লাগাতে পারলে দীর্ঘদিন অস্ট্রেলিয়া দলে খেলতে পারবেন বলেই বিশ্বাস তার।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।