স্বস্তির মধ্যেও অস্বস্তিতে মরগ্যান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩১ মে ২০১৯

বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ড তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে নিজের সামর্থ্যর প্রমাণ দিয়েই। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে ১০৪ রানে হারিয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করা খুব সহজ কথা নয়। স্বভাবতই তাই খুব খুশি ইংলিশ দলের অধিনায়ক এউইন মরগান।

প্রোটিয়াদের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার খেলা থ্রি-লায়ন্সদের অধিনায়ক ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন, 'জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে আমরা খুব খুশি। এটা স্বস্তির চেয়েও বেশি কিছু। আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি আজ (গতকাল)। যদিও উইকেট আমাদের পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। আশানুরূপ স্কোর আমরা গড়তে পারিনি। তবে আমরা বিচক্ষণতার প্রমাণ দিয়েছি এবং দুর্দান্ত ক্রিকেট খেলেছি। আমরা আমাদের অভিজ্ঞতার প্রমাণও দিয়েছি।'

ম্যাচে জোফরা আর্চার নতুন বলেই বাজিমাত করেছেন। হাশিম আমলাকে বাউন্সার দিয়ে মাঠের বাইরে পাঠানো ছাড়াও দ্রুত ২ উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের শুরুতেই খাঁদের কিনারায় ফেলে দেন এই পেসার। মাত্রই দলে সুযোগ পেয়ে আর্চারের এরকম অনবদ্য পারফরম্যান্সে যারপরনাই উচ্ছ্বসিত মরাগ্যানের।

পুরো ম্যাচে ৭ ওভার বোলিং করে ২৭ রানের খরচায় ৩ উইকেট নেয়া আর্চারকে নিয়ে স্তুতি তাই মরগ্যানের কণ্ঠে, 'উইকেট স্লো ছিল। সে খুব দ্রুত ও নিখুঁত বোলিং করেছে- যা দুর্দান্ত। বর্তমানে সবকিছুই তার পক্ষে যাচ্ছে এবং সে দিনের পর দিন নিজের উন্নতি করে যাচ্ছে। যা খুব স্বস্তিদায়ক।'

এদিকে ম্যাচ সেরা বেন স্টোকসকে নিয়ে ইংলিশ দলপতি বলেন, 'তার পারফরম্যান্সে আমি খুব খুশি। আজকে তার দিন ছিল। বিশেষ করে যেই অনবদ্য ক্যাচটা না সে নিল!'

এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।