সুখবর পাওয়ার পরদিনই করোনা পজিটিভ ভারতীয় পেসার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৮ মে ২০২১

শুক্রবার পেলেন জাতীয় দলের ডাক, পরদিন হাতে এলো করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর। চব্বিশ ঘণ্টার মাথায় পুরোপুরি বদলে গেলো কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় পেসার প্রাসিদ কৃষ্ণার সময়। কলকাতার চতুর্থ খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হলেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল ও পরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে জায়গা পেয়েছেন প্রাসিদ। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবেই দলে ডাক পেয়েছিলেন তিনি।

কিন্তু আজ (শনিবার) কলকাতার চতুর্থ খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ল তার দেহে। আইপিএল শুরু হওয়ার পর সর্বপ্রথম কলকাতা দলেই মেলে করোনা পজিটিভের খবর। একসঙ্গে করোনা পজিটিভ হয়েছিলেন ভরুন চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়ার।

এরপর আজ সকালের দিকে মেলে কলকাতা দলে থাকা নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্টের করোনা আক্রান্ত হওয়ার খবর। আর দুপুরের দিকে পাওয়া ফল অনুযায়ী প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রাসিদ।

আহমেদাবাদে দলের সঙ্গে থাকা অবস্থায় সবগুলো করোনা টেস্টেই নেগেটিভ ছিলেন প্রাসিদ। পরে বায়ো সিকিউর বাবল ছেড়ে তিনি চলে যান ব্যাঙ্গালুরুতে, নিজ বাসায়। আজ সেখানেই তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তবে জানা গেছে, তেমন কোনো উপসর্গ নেই ২৫ বছর বয়সী এ পেসারের।

চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আন্তর্জাতিক অভিষেক হয়েছে প্রাসিদ কৃষ্ণার। সেই সিরিজের তিন ম্যাচে ৬ উইকেট শিকার করেছিলেন এ ডানহাতি পেসার। এছাড়া আইপিএলে কলকাতার হয়ে সাত ম্যাচ খেলে তার শিকার ছিল ৮টি উইকেট।

আগামী ২ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে ভারতীয় ক্রিকেট দল। এখন তিন সপ্তাহের বেশি সময় বাকি থাকায় যথাসময়ে বাবলে যোগ দেয়ার সুযোগ রয়েছে প্রাসিদের সামনে। তিনি ছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন অভিমান্য ঈশ্বর, আভেশ খান ও আরজান নাগশ্বলা।

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।