রানপাহাড়ে চড়ে ইনিংস ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৪ এএম, ১০ জানুয়ারি ২০২২

ক্রাইস্টচার্চ টেস্টে অধিনায়ক টম লাথামের ডাবল সেঞ্চুরি ও ডেভন কনওয়ের সেঞ্চুরিতে রানপাহাড়ে চড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। লাথামের ২৫২ রানের পাশাপাশি ডেভন কনওয়ে ১০৯ এবং টম ব্লান্ডেল অপরাজিত ফিফটির সুবাদে ৬ উইকেট হারিয়ে ৫২১ রানে ইনিংস ঘোষণা করেছে কিউইরা।

আগেরদিন মাত্র ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছিল নিউজিল্যান্ড। আজ ৫ উইকেট হারালেও, স্কোরবোর্ডে যোগ করে আরও ১৭২ রান। তাও কি না মাত্র ৩৮.৫ ওভারেই। নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা বাকি আরও ৪৯ ওভার।

রোববার ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন কনওয়ে। আজ দিনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি। মেহেদি হাসান মিরাজের সরাসরি থ্রোয়ে ১০৯ রানে থামে কনওয়ের ইনিংস।

কনওয়ের বিদায়ে ভাঙে ২১৫ রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপর উইকেটে আসেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেলর। তাকে গার্ড অব অনার দিয়ে বিদায়ী সম্মান জানায় বাংলাদেশ দল। ব্যাট হাতেও বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলেন টেলর।

তবে নিজের শেষ ম্যাচের প্রথম ইনিংসে ২৮ রানের বেশি করতে পারেননি নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। এবাদত হোসেনের বলে স্কয়ার লেগে শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর রানের খাতাই খুলতে পারেননি হেনরি নিকলস, ড্যারেল মিচেল আউট হন ৩ রান করে। নিকলসকে ফেরান এবাদত, মিচেল আউট হন শরিফুলের বলে। তবে এর আগেই ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক লাথাম।

প্রথম সেশনে ৭৪ রান তুলতে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে দ্বিতীয় সেশনের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন লাথাম ও টম ব্লান্ডেল। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিকে দ্বিতীয় আড়াইশ রানের ইনিংসে রূপ দেন লাথাম।

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের ওভারের প্রথম তিন ৬, ৪ ও ৬ হাঁকিয়ে আড়াইশ রানে প্রবেশ করেন লাথাম। তবে পরের বলে আবারও ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন ইয়াসির আলির হাতে। তার ইনিংসের সমাপ্তি ঘটে ২৫২ রানে।

উইকেটরক্ষক ব্যাটার ব্লান্ডেল ওয়ানডে স্টাইলে খেলে তুলে নেন ফিফটি। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬০ বলে ৫৭ রান করে। বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন ও শরিফুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট।

এসএএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।