করোনা বিধিনিষেধকে বিদায় জানাচ্ছে পাকিস্তান ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৭ এপ্রিল ২০২২

ঘরের মাঠে আসন্ন সিরিজগুলোর জন্য করোনামুক্ত পলিসি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই শুরু হতে চলেছে। খবরটি জানাচ্ছে ক্রিকেটপাকিস্তানডটকম।

পিসিবির সূত্র অনুযায়ী, খেলোয়াড় ও কোচিং স্টাফদের এখন থেকে আর জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে না। তারা নিজেদের মধ্যে কথাবার্তা ও যোগাযোগ করতে হবে। পাশাপাশি স্বাভাবিক সময়ের মতো পরিবেশ তৈরি করেই ক্রিকেট খেলা হবে।

এ বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছেও আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে পিসিবি। যেনো করোনামুক্ত পরিস্থিতিতে সিরিজ আয়োজন করা যায়। এই প্রস্তাবিত পরিকল্পনায় পাকিস্তানে নামার পর এবং প্রতিদিনের রুটিন করোনা টেস্ট অন্তর্ভুক্ত থাকবে না।

তবে কোনো খেলোয়াড় বা সদস্যের মধ্যে কোনো রকমের উপসর্গ দেখা গেলে তখন পরীক্ষা করা হবে। কেউ যদি করোনা পজিটিভ শনাক্ত হন, তাহলে তাকে পাঁচদিনের জন্য আইসোলেশনে রাখা হবে। এই একই নিয়ম কার্যকর হবে পাকিস্তানের সব আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া টুর্নামেন্টে।

পাকিস্তানের সদ্য সমাপ্ত ওয়ানডে টুর্নামেন্ট পাকিস্তান কাপে কোনো জৈব সুরক্ষা বলয় রাখেনি পিসিবি। সব দলের খেলোয়াড়দের বলা হয়েছিল সচেতনতা বজায় রাখতে। পুরো টুর্নামেন্টের ৩৩ ম্যাচে একটিও কোভিড পজিটিভ কেস পাওয়া যায়নি।

সফলভাবে এই টুর্নামেন্ট শেষ করতে পারায় এখন আরও বৃহৎ পরিসরে একই পলিসি নেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে পিসিবি। এছাড়া পাকিস্তানের করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো হওয়ায় রাষ্ট্রীয়ভাবেও সরকারি বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

তবে আন্তর্জাতিক ক্রিকেটেও করোনামুক্ত পলিসি গ্রহণ করতে প্রতিপক্ষ দলের রাজি থাকাও সমান গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে তাদের মত জেনে নেবে পিসিবি।

সূত্রঃ ক্রিকেটপাকিস্তানডটকম

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।