উড়ন্ত ফর্মের পুরস্কার পাচ্ছেন বিজয়, ফিরছেন জাতীয় দলে

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৭ মে ২০২২

সাম্প্রতিক সময়ে উড়ন্ত ফর্মের পুরস্কার পেতে চলেছেন এনামুল হক বিজয়। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন এ উইকেটরক্ষক ব্যাটার। খবরটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে ১১৩৮ রান করেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তারকা ব্যাটার এনামুল হক বিজয়। বিশ্ব ক্রিকেটে কোনো লিস্ট ‘এ’ টুর্নামেন্টের এক আসরে এতো বেশি রান করতে পারেননি আর কেউ।

এর আগে বিপিএলেও ৯ ম্যাচে ১২১ স্ট্রাইকরেট ও ৩১ গড়ে ২৮০ রান করেছিলেন তিনি। যার সুবাদে এবার প্রায় তিন বছর পর সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ফিরছেন এনামুল বিজয়।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে অনেক কথার ফাঁকে আসন্ন সফরে বিজয়ের থাকার খবরটিও জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান।

জালাল ইউনুস বলেছেন, ‘(এনামুল হক) বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে থাকবে আশা করি। এটা নির্বাচকদের ব্যাপার। তারপরও আমার মনে হয় তারা বিবেচনায় রাখছে। তবে নিশ্চিতভাবে বিজয় টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে থাকছে।’

সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন এনামুল বিজয়। এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের জার্সিতে ফেরা হয়নি তার। এবার ওয়েস্ট ইন্ডিজেই হয়তো ফুরাবে অপেক্ষা, মিলবে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ।

উল্লেখ্য, আগামী ৫ জুন প্রায় দেড় মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। সেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন থেকে আর শেষ ম্যাচটি হবে ১৬ জুন তারিখে।

এসএএস/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।