টেস্টের মাঝপথে করোনা আক্রান্ত ক্রিকেটার, বদলি নিলো ইংল্যান্ড
টেস্ট চলাকালেই করোনা হানা দিলো ইংল্যান্ড শিবিরে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি হেডিংলি টেস্টের চতুর্থ দিনের আগে করোনা পজিটিভ হয়েছেন ইংলিশ উইকেটরক্ষক বেন ফোকস। ফলে টেস্টের মাঝপথেই ছিটকে গেছেন তিনি।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, পিঠে অস্বস্তিবোধ করায় ফোকস টেস্টের তৃতীয় দিনই মাঠে নামতে পারেননি। শনিবার বিকেলে তার করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে।
করোনাবিধি অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো ক্রিকেটার করোনা পজিটিভ হলে তার বদলে রিপ্লেসমেন্ট নেওয়া যাবে। ইংল্যান্ড ফোকসের বদলি হিসেবে একাদশে নিয়েছে স্যাম বিলিংসকে।
বিলিংসই চতুর্থ দিনে ইংল্যান্ডের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন। এর আগে শনিবার ফোকসের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব সামলান জনি বেয়ারস্টো।
এমএমআর/জিকেএস