দ্বিতীয় টেস্টেও মাঝপথে একজনকে হারালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১১ জুলাই ২০২২

একের পর করোনাভাইরাসের হানা পড়ছে শ্রীলঙ্কা ক্রিকেট দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় দিনের খেলা শেষে করোনায় আক্রান্ত হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। পরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে করোনার কারণে ছিটকে যান আরও তিনজন।

এবার দ্বিতীয় টেস্টেও ম্যাথিউজের মতো ম্যাচের মাঝপথে করোনায় আক্রান্ত হলেন তরুণ ওপেনার পাথুম নিসাঙ্কা। এ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার মোট ছয়জন খেলোয়াড় করোনা পজিটিভ শনাক্ত হলেন।

শ্রীলঙ্কা ক্রিকেটের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘রোববার সকালে শারীরিক অসুস্থতার কথা জানান নিসাঙ্কা। পরে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে তিনি পজিটিভ শনাক্ত হন। সন্ধ্যায় পিসিআর টেস্টের মাধ্যমে তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।’

করোনা আক্রান্ত হওয়া নিসাঙ্কাকে ভিন্ন আরেকটি হোটেলে আইসোলেশনে পাঠানো হয়েছে। তার জায়গায় চলতি ম্যাচের বাকি অংশের জন্য ওশাদা ফার্নান্দোকে করোনা সাবস্টিটিউট হিসেবে নেওয়া হয়েছে। প্রথম টেস্টে ম্যাথিউজের করোনা সাব হিসেবেও নেমেছিলেন ওশাদা।

এসএএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।