লিটনকে যা বলে ক্ষেপিয়ে আউট করেছেন সিরাজ!
বিশ্বকাপ ফুটবলের ডামাডোলের মধ্যে চলছে টেস্ট। সবার দৃষ্টি এখন কাতারের দোহায় আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার ফাইনালের দিকে। তা নিয়েই যত কথা। নানা জল্পনা কল্পনা গুঞ্জন। সে কারণেই ঢাকা পড়ে গেছে চট্টগ্রামে অনুষ্ঠানরত বাংলাদেশ আর ভারতের প্রথম টেস্ট।
দর্শক উৎসাহ, আগ্রহ সবই অনেক কম। না হয় এতক্ষণ মোহাম্মদ সিরাজ আর লিটন দাসের বাদানুবাদ নিয়ে হইচই পড়ে যেতো। আজ বৃহস্পতিবার বাংলাদেশ মিডল অর্ডার লিটন দাসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ভারতীয় ফাস্টবোলার মোহাম্মদ সিরাজ।
লিটন দাস ব্যাটিং করছিলেন, তখন তাকে উদ্দেশ্য করে একাধিক অঙ্গভঙ্গি করতে দেখা যায় সিরাজকে। আসলে কী ঘটনা ঘটেছিলো? লিটন আর মোহাম্মদ সিরাজের মধ্যে কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিলো?
দিন শেষে সেটাই জানা হলো। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ নিজেই তা জানিয়েছেন। সিরাজ স্বীকার করেছেন লিটনকে তিনি কথার মারপ্যাঁচে ক্ষেপিয়ে তুলে তবেই আউট করতে চেয়েছিলেন এবং তার উদ্দেশ্য সফলও হয়। লিটন তার বলেই বোল্ড (ব্যাটে লেগে প্লেইড অন) হয়েছেন।
খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসা সিরাজ বলেন, ‘আমি লিটনকে উত্তেজিত করতে গিয়ে বলেছিলাম, শোনো এটা টি-টোয়েন্টি নয় যে তেড়েফুড়ে মেরে রান করবে। এটা টেস্ট। এখানে বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। এখানে সেন্সেবল ব্যাটিং করতে হবে। সেন্সেবল ক্রিকেট খেলো।’
এবং শেষ পর্যন্ত ৩০ বলে ৫ বাউন্ডারি হাঁকিয়ে ২৪ রানে সিরাজের বলেই ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছেন লিটন দাস। বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে উইকেটে গিয়ে আঘাত হানে।
এআরবি/আইএইচএস