প্রথম ধাপে লিটনকেও কিনলো না কোনো দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২

দুর্দান্ত ফর্মে আছেন। লিটন দাসকে এবার আইপিএলের কোনো একটা দল কিনতে পারে, এমন খবর বেরিয়েছিল ভারতের গণমাধ্যমেই। মনে হচ্ছিল, অবশেষে অপেক্ষা ঘুচবে উইকেটরক্ষক এই ব্যাটারের।

কিন্তু না। আইপিএল নিলামের প্রথম ধাপে দল সাকিব আল হাসানের মতোই অবিক্রিত রয়ে গেলেন লিটন। তবে দলগুলোর আগ্রহের ভিত্তিতে আবার ডাকা হতে পারে বাংলাদেশের এই দুই ক্রিকেটারের নাম।

ভারতের কোচিতে চলছে আইপিএলের ‘মিনি’ নিলাম। এবারের নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম আসলেও চূড়ান্ত তালিকায় ছিল ৪০৫ জন ক্রিকেটার।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।