আইপিএল নিলামে তাসকিনকেও কিনলো না কোনো দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২

সাকিব আল হাসান আর লিটন দাস প্রথম ডাকে অবিক্রীত রয়ে গেছেন। তাসকিন আহমেদকে ঘিরে আশা ছিল টাইগার ক্রিকেটপ্রেমীদের। গতবারই তার প্রতি আগ্রহ ছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। দেশের খেলা থাকায় তাসকিন যেতে পারেননি।

তবে আইপিএলের মিনি নিলামে তাসকিনের ভাগ্যে এবার শিঁকে ছিড়লো না। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই পেসারের নাম ডাকার পর আগ্রহ দেখায়নি কোনো দল। তাই সাকিব-লিটনের মতো অবিক্রীতই রয়ে গেছেন তাসকিন।

ভারতের কোচিতে চলছে আইপিএলের ‘মিনি’ নিলাম। এবারের নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম আসলেও চূড়ান্ত তালিকায় ছিল ৪০৫ জন ক্রিকেটার।

দল পাননি ভ্যান ডার ডাসেন, মোহাম্মদ নবি, ওয়েন পারনেল, ডেভিড মালান, মুজিব উর রহমান, তাবরেজ শামসি, অ্যাডাম জাম্পা, আকিল হোসেন, অ্যাডাম মিলনের মতো ক্রিকেটাররা।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।