১৮০ পথশিশুকে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিলো মাশরাফির দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩

মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই শেরে বাংলায় দর্শকের ঢল। এর মধ্যে হঠাৎ ‘ম্যাজেন্টা’ রংয়ের জার্সি গায়ে চেপে পূর্বদিকের গ্যালারিতে দেখা মিললো শ‘দুয়েক শিশু-কিশোরের।

তারা কি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের? নাকি সিলেট থেকে আসা কিশোরের দল? তা নিয়ে প্রেস বক্সে গুঞ্জন। শেষ পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স মিডিয়া ম্যানেজার মিহাজউদ্দীন জানালেন, কিশোররা ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ছায়াতল’-এর।

এই সব সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের পুনর্বাসনের দায়িত্ব পালন করে এনজিও সংগঠন ‘ছায়াতল’। তাদের সঙ্গে যোগাযোগ করে সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্ট ১৮০ জন পথশিশুকে শেরে বাংলা স্টেডিয়ামে নিয়ে এসেছিল। সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের ম্যাচটি মাঠে বসে সরাসরি উপভোগ করে তারা।

মাঠে সিলেট স্ট্রাইকার্সের জার্সি গায়ে ‘মাশরাফি’ আর ‘সিলেট স্ট্রাইকার্স’ বলে গলা ফাটিয়েছে এই সুবিধবঞ্চিত শিশু-কিশোররা।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।