ওমরাহ করে দেশে ফিরে এলেন সাকিব আল হাসান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

সিলেট পর্ব শেষ করার পর ঢাকায় শেষ পর্বও এরই মধ্যে শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৪ ফেব্রুয়ারি। ৩ ফেব্রুয়ারি রাতের ম্যাচে মুখোমুখি হয়েছিলো ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। ওই ম্যাচটি শেষ করেই মধ্যরাতে দেশ ছেড়ে বিমানে উড়াল দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

হঠাৎ করেই তিনি ওমরাহ করতে সৌদি আরব চলে গিয়েছিলেন। ৭ তারিখের আগে বরিশালের কোনো ম্যাচ নেই। ফাঁকায় থাকা এই সময়টাতেই ওমরাহ করতে চলে যান বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক।

সৌদিতে ওমরাহ শেষ করে দেশে ফিরলেন সাকিব আল হাসান। আজ সোমবার সকালেই রাজধানী ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শেরে বাংলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে খেলা সাকিবের বরিশালের এবং তিনি ওই ম্যাচটি খেলবেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।